ভারত-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন মদন মিত্র
-
মোটর কার র্যালির সূচনা করেন রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ থেকে ইন্দো-বাংলাদেশ মৈত্রী মোটর কার র্যালির সূচনা করলেন রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র। ২১ টি সুসজ্জিত গাড়ি এতে অংশ নিয়েছে।
আজ (রোববার) বনগাঁর মনীষাঙ্গন ত্রিকোণ পার্ক থেকে মৈত্রী যাত্রা শুরু হয়। দুপুরে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে র্যালিটি বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করে। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও পথ নিরাপত্তাকে সামনে রেখে ওই মৈত্রী সফর হচ্ছে।
এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, “বাংলাদেশের পঞ্চাশ বছর আর মুজিবুর রহমানের একশ বছর। আমরা কখনও ভুলতে পারি না, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেবুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ সেই ভাষা দিবসের জন্য সারা পৃথিবীতে বাংলা ভাষা সমাদৃত। সেজন্য আমরা বনগাঁ থেকে যশোর হয়ে মধুখালি, গোয়ালন্দ হয়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিং, পাবনা, রংপুরে যাব। এধরণের বড় যাত্রায় স্লোগানও বড় থাকবে। সেটা হল, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব-মৈত্রী-সুম্পর্ক আর ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’। বাঁচুন ও বাঁচান। ভালো করে গাড়ি চালান।”

মদন মিত্র বলেন, “বনগাঁর মানুষদের নমস্কার করে আমাদের যাত্রা হল শুরু। আগামীকাল ঢাকা ক্লাবে ঘোষিত হবে সেই স্লোগান চলো ঢাকা থেকে দিল্লি। ক্যাপিটাল টু ক্যাপিটাল। নভেম্বর-ডিসেম্বর মাসে আমাদের পরবর্তী কর্মসূচি। তার আগে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি।” অটো মোবাইল এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, ফেডারেশন অফ ইন্ডিয়া অটোমোবাইল সংস্থার উদ্যোগে ওই মৈত্রী মোটর র্যালি অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১