ইসলামভীতি বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে: শশি থারুর
https://parstoday.ir/bn/news/india-i79575-ইসলামভীতি_বিশ্বে_ভারতের_ভাবমূর্তি_নষ্ট_করছে_শশি_থারুর
ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা শশি থারুর বলেছেন: ইসলামভীতি বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka
  • শশি থারুর
    শশি থারুর

ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা শশি থারুর বলেছেন: ইসলামভীতি বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে।

বার্তা সংস্থা তাসনিম আরও জানিয়েছে, শশি থারুর বলেছেন: ভারত সরকারের উচিত এই সত্য মেনে নেয়া যে দেশে মুসলমানদের বিরুদ্ধে যাই ঘটবে বিশ্বে তার প্রতিক্রিয়া ভারতের জন্য নেতিবাচক হবে। কংগ্রেসের এই প্রবীণ নেতা আরও বলেন: বিগত ৬ বছরে বিজেপি শুধু নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার চিন্তায় লিপ্ত ছিল। ইসলামের বিরুদ্ধে তাদের নেতাদের বক্তব্যের প্রতি কোনোরকম ভ্রুক্ষেপ ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের পর থেকে সেদেশে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে।#

পার্সটুডে/এনএম/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।