করোনায় আক্রান্তের দিক থেকে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থানে
https://parstoday.ir/bn/news/india-i80612-করোনায়_আক্রান্তের_দিক_থেকে_ভারত_এখন_বিশ্বে_চতুর্থ_স্থানে
করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই এখন ভারতের স্থান। এশিয়ায় ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে পরিগণিত হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১২, ২০২০ ১৪:৩৮ Asia/Dhaka
  • করোনায় আক্রান্তের দিক থেকে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থানে

করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত। আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই এখন ভারতের স্থান। এশিয়ায় ভারত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে পরিগণিত হয়েছে।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাডাল।  একইসময়ে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত মোট ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন আক্রান্ত এবং ৮ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ লাখ ৪৭ হাজার ১৯৫ জন সুস্থ হয়েছে।     

ভারতে বর্তমানে কার্যত দ্রুত গতিতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। করোনায় মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে ৪৮ দিন সময় লেগেছিল। কিন্তু এবার এই সংখ্যায় পৌঁছতে মাত্র ৩ দিন সময় লেগেছে।

ভারতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়েছিল গত ১২ মার্চ। এর পরে, মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে ৪৮ দিন সময় নিয়েছিল। ২৯ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় যখন তথ্য প্রকাশ করেছিল, তখন ওই সংখ্যা ১ হাজার ৮ জনে পৌঁছেছিল।

করোনায় মৃতের সংখ্যা ২ হাজারে পৌঁছতে মাত্র ১১ দিন সময় লেগেছে। ১০ মে মৃতের সংখ্যা ২ হাজার হয়ে যায়। এর পরবর্তী ৮ দিনে ১৮ মে ভারতে মৃতের সংখ্যা ৩ হাজার ২৯ জনে পৌঁছয়।

২৫ মে মৃতের সংখ্যা ৪ হাজার ২১ জন হয়ে যায়। যদিও এর পরের ৮ দিনে ১ হাজার লোকের মৃত্যু হয়।

৩১ মে পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ১৬৪ জনে। অর্থাৎ ৬ দিনে আরও এক হাজার মানুষ মারা যায়। এর পরবর্তী ৪ দিনে পুনরায় এক হাজার মানুষের মৃত্যু হয়। ৪ জুন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৭৫ জনে।

৮ জুন পর্যন্ত ৭ হাজার ১৩৫ জন এবং ১১ জুন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১০২ জনে পৌঁছেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।