ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছুঁইছুঁই, মৃত ৯৫,৫৪২
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬১ লাখ হতে চলেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৫৪২। আজ (সোমবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
সরকারি সূত্রে প্রকাশ, মোট আক্রান্তের মধ্যে ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন চিকিৎসা মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৯ লাখ ৬২ হাজার ৬৪০ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত মোট ৮২ হাজার ১৭০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এক পরিসংখ্যানে প্রকাশ, দেশে প্রথম ৩০ লাখ করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে ২০৫ দিন সময়ে লেগেছিল। এরপরে আক্রান্তের সংখ্যা পরবর্তী ৩০ লাখে পৌঁছতে মাত্র ৩৬ দিন সময় লেগেছে। আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকায় মাত্র ১২ দিনেই বিগত ১০ লাখ আক্রান্তের ঘটনা ঘটেছে।
সংক্রমণের সংখ্যা এভাবে বাড়লেও সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পর্যন্ত ৫০ লাখেরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছে। শেষ ১০ লাখ রোগী সুস্থ হয়েছে মাত্র ১১ দিনে।
ভারতে প্রথম ১০ লাখ আক্রান্তের সংখ্যা পৌঁছতে ১৬৮ দিন সময় লেগেছে। ১০ লাখ থেকে আক্রান্তের সংখ্যা ২০ লাখে পৌঁছতে ২১ দিন সময় লেগেছে। ২০ লাখ থেকে ৩০ লাখ আক্রান্তের সংখ্যা পৌঁছতে সময় লেগেছে ১৬ দিন। ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছতে ১৩ দিন সময় লেগেছে। আক্রান্তের সংখ্যা ৪০ লাখ থেকে ৫০ লাখে পৌঁছতে সময় লেগেছে ১১ দিন। একইভাবে ৫০ লাখ থেকে আক্রান্তের সংখ্যা পৌঁছতে ৬০ লাখে পৌঁছতে মাত্র ১২ দিন সময় লেগেছে।
বিশ্বে আমেরিকা, ভারত ও ব্রাজিল করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। বিশ্বের ৫৪ শতাংশ করোনাভাইরাসের ঘটনা ওই তিন দেশেই হয়েছে। শুধু তাই নয় বিশ্বে করোনায় ৪৫ শতাংশ মৃত্যুর ঘটনাও ওই তিন দেশে হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।