জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i84494-জম্মু_কাশ্মীরে_ভয়াবহ_সংঘর্ষে_কর্মকর্তাসহ_৪_সেনা_জওয়ান_ও_৩_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত হয়েছে। নিহত ৪ জওয়ানের মধ্যে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান রয়েছেন। আজ (রোববার) ভারত-পাকিস্তান সীমান্তের কুপওয়াড়া জেলায় ওই সংঘর্ষ হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে গত এপ্রিলের পর থেকে এটি ছিল অন্যতম বড় সংঘর্ষ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৮, ২০২০ ২০:০৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত

জম্মু-কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তাসহ ৪ সেনা জওয়ান ও ৩ গেরিলা নিহত হয়েছে। নিহত ৪ জওয়ানের মধ্যে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান রয়েছেন। আজ (রোববার) ভারত-পাকিস্তান সীমান্তের কুপওয়াড়া জেলায় ওই সংঘর্ষ হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে গত এপ্রিলের পর থেকে এটি ছিল অন্যতম বড় সংঘর্ষ।

কুপওয়াড়া জেলার মছিল সেক্টরে গেরিলা নির্মূল অভিযানের সময়ে  কনস্টেবল সুদীপ সরকার নামে বিএসেফের এক জওয়ান প্রাণ হারিয়েছেন। পরে সেনাবাহিনীর সাহায্যে সংশ্লিষ্ট এলাকায় যৌথ অভিযান চালানো হয়। ভারতীয় সেনা জওয়ানরা এ সময়ে উত্তর কাশ্মীরের মছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সমর্থ হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনীর হাতে তিন গেরিলা নিহত হয়েছে। কিন্তু পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের মুখে ভারতীয় জওয়ানের মৃত্যুতে ক্ষয়ক্ষতি হয়েছে।  

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে মছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদার সীমান্ত রক্ষী বাহিনী সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। এ সময়ে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে একটি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। গভীররাতে নিরাপত্তা বাহিনীর হাতে এক গেরিলা নিহত হয়। পরে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথঅভিযান শুরু হয়। এ সময়ে আরও দু'জন গেরিলা নিহত হয়। সেনাবাহিনী নিহত গেরিলাদের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।