৮ ডিসেম্বর ভারত বনধকে সমর্থন করল বিভিন্ন রাজনৈতিক দল
https://parstoday.ir/bn/news/india-i85143-৮_ডিসেম্বর_ভারত_বনধকে_সমর্থন_করল_বিভিন্ন_রাজনৈতিক_দল
ভারতে কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর কৃষক সংগঠনের পক্ষ থেকে যে ভারত বনধের ডাক দিয়েছেন তাকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
  • ৮ ডিসেম্বর ভারত বনধকে সমর্থন করল বিভিন্ন রাজনৈতিক দল
    ৮ ডিসেম্বর ভারত বনধকে সমর্থন করল বিভিন্ন রাজনৈতিক দল

ভারতে কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর কৃষক সংগঠনের পক্ষ থেকে যে ভারত বনধের ডাক দিয়েছেন তাকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে।

অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটির ব্যানারে ডাকা ভারত বনধের আহ্বানে সারাদেশে ৪ শতাধিক কৃষক সংগঠন শামিল হয়েছে।  

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা এবার দেশব্যাপী আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানসহ অনেক রাজ্যের কৃষক সংগঠন ভারত বনধের আহ্বানে শামিল হয়েছে। অনেক রাজনৈতিক দলও প্রস্তাবিত ওই বনধকে সমর্থন করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেসও বনধকে সমর্থন জানিয়েছে।

আজ (রোববার) কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ‘কংগ্রেস ৮ ডিসেম্বরের ভারত বনধকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের দলীয় কার্যালয়েও বিক্ষোভ করব। এটা কৃষকদের প্রতি রাহুল গান্ধীর সমর্থন জোরদার করার পদক্ষেপ হবে। আমরা নিশ্চিত করব যে বিক্ষোভ সফল হয়েছে।’

কৃষকদের প্রস্তাবিত বনধকে কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেস, জাতীয় লোক দল, আরজেডি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএসপি) এবং সমাজবাদী পার্টি ভারত বনধকে সমর্থন করেছে। বাম দলের মধ্যে সিপিআই, সিপিআইএম, সিপিআই(এমএল), আরএসপি এবং অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকও ওই বনধকে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে ভারতে চলমান কৃষক আন্দোলন আরও জোরালো হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।