পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক ও নেতাদের দলত্যাগের হিড়িক
-
সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের দলত্যাগের ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) দলীয়পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
কবিরুল ইসলাম এরইমধ্যে সংখ্যালঘু সেলের সভাপতি হাজী শেখ নুরুল ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দল ছাড়ার কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই প্রধান কারণ হিসেবে জানিয়েছেন তৃণমূলের ওই নেতা।
অন্যদিকে, আজই তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার কর্মাধ্যক্ষ থেকে পদত্যাগ করেছেন।
তিনি বলেন, সম্প্রতি তাঁর বিরুদ্ধে মাছ চুরির মিথ্যে মামলা দেওয়া হয়। কিন্তু দল তাঁর পাশে দাঁড়ায়নি। ওই ঘটনার পর থেকে তিনি নিজের এলাকায় ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি। সেজন্য কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে তিনি জানান। সন্দেশখালিতে হত্যার ঘটনায় যুক্ত থাকাসহ তাঁর বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এরমধ্যে ৩টি মামলা ভেড়ির মাছ চুরির অভিযোগে। সবক’টি মামলাতেই তিনি জামিন পেলেও দলের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ফিরোজ কামাল গাজী।
এরআগে রাজ্যের মন্ত্রী ও প্রভাবশালী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব, বিধায়ক পদ এবং দল থেকে পদত্যাগ করেছেন। পরবর্তীতে বিধায়ক শীলভদ্র দত্ত, আসানসোল পৌরসভার প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, রাজ্যের সাবেক মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা তৃণমূল ত্যাগ করেছেন।
রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম আজ বলেছেন, যাঁরা দলের থেকে অনেক কিছু পেলেন, তাঁরাই বিশ্বাসঘাতকতা করছেন! শীলভদ্র দত্তের পদত্যাগ দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে আজ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
অন্যদিকে, আজ রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে তৃণমূল নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত যারা, চলে যাচ্ছেন, তাতে তৃণমূল দল আরও শক্তিশালী হচ্ছে, আরও পরিচ্ছন্ন হচ্ছে।’ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তাঁরা আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ২০২১ সালের নির্বাচনে তৃনমূলই রাজ্যে ক্ষমতায় আসবে বলেও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/ মো.আবুসাঈদ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।