কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ কেরালা বিধানসভায়
https://parstoday.ir/bn/news/india-i85729-কেন্দ্রীয়_সরকারের_কৃষি_আইন_বিরোধী_প্রস্তাব_পাশ_কেরালা_বিধানসভায়
ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে তিনটি আইন তৈরি করেছে তার বিরুদ্ধে কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়েছে। আজ (বৃহস্পতিবার) কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতভাবে পাশ হয়েছে তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাবনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২০ ২০:২২ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ কেরালা বিধানসভায়

ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে তিনটি আইন তৈরি করেছে তার বিরুদ্ধে কেরালা বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ হয়েছে। আজ (বৃহস্পতিবার) কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতভাবে পাশ হয়েছে তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাবনা।

ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে একটানা কৃষক আন্দোলনের মধ্যে এবার কেরালা বিধানসভায় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।  

দিল্লিতে কৃষকদের আন্দোলনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহার না করলে দুর্ভিক্ষের দিকে এগোবে কেরালা। 

আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘এমন একটা প্রক্রিয়া থাকা উচিত, যাতে কেন্দ্রীয় সরকার কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করবে এবং  নামমাত্র দামে গরিব, অভাবী মানুষকে দেবে। কিন্তু তার পরিবর্তে বেসরকারি সংস্থাগুলোকে কৃষিপণ্যের  ব্যবসা করার ছাড়পত্র দিচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ‘এমএসপি’ দিতে চাচ্ছে না সরকার।’ 

কেরালা বিধানসভা

দিল্লিতে কৃষকদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী বলেন,  দীর্ঘদিন ধরে ওই আন্দোলন চলতে থাকলে তার মারাত্মক প্রভাব পড়বে কেরালায়। রাজ্যের সাধারণ মানুষের কাছে কৃষিপণ্য আসা বন্ধ হয়ে গেলে রাজ্য দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাবে। এ সব বিষয়কে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারকে তিনটি  বিলই প্রত্যাহার করে কৃষকদের দাবি দাওয়া মেনে নেওয়ার আবেদন জানাচ্ছে কেরালা বিধানসভা।’  

বৃহস্পতিবার কেরালা বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের যে প্রস্তাব করেছিলেন, তাকে রাজ্যটিতে একমাত্র বিজেপি বিধায়ক ও রাজগোপাল সমর্থন জানিয়েছেন যা কার্যত অপ্রত্যাশিত ঘটনা। কারণ কেন্দ্রীয় বিজেপি সরকার নয়া তিন কৃষি আইন তৈরি করেছে।    

আজ ওই প্রস্তাবটি রাজ্যে ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ, বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এবং বিজেপির সমর্থনে সর্বসম্মতভাবে পাস হয়েছে। 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।