কৃষক আন্দোলন: পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ঢেলে দিলেন বিক্ষোভকারীরা
(last modified Sat, 02 Jan 2021 12:21:34 GMT )
জানুয়ারি ০২, ২০২১ ১৮:২১ Asia/Dhaka
  • কৃষক আন্দোলন: পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ঢেলে দিলেন বিক্ষোভকারীরা

ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের মধ্যে এবার পাঞ্জাবের একজন বিজেপি নেতার বাড়ির সামনে কিছু যুবক ট্র্যাক্টর ট্রলির সাহায্যে গোবর ঢেলে দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই যুবকরা কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিরোধিতা করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মানুষকে প্রতিবাদের নামে আইন হাতে না তুলে নেওয়ার জন্য সতর্ক করেছেন।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, কৃষি আইনের বিরোধিতা করা একটি গোষ্ঠী পাঞ্জাবের হোশিয়ারপুরে সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা তিকসান সুদের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। তাদের মধ্যে কয়েকজন বিক্ষোভকারী ওই বিজেপি নেতার বাড়ির গেটের সামনে গোবর ঢেলে দেন।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, সুদ সমর্থক এবং প্রতিবাদকারীদের মধ্যে সংঘাত রোধ করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। ওই ঘটনার পরে, বিজেপি নেতা তিকসান সুদ তার বাড়িতে গোবর নিক্ষেপের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ধর্না-অবস্থানে বসেন।

ঘটনার নিন্দা করে পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনীকুমার শর্মা বলেন, এ ধরণের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কী কৃষক, নাকি কৃষক সেজে আসা দুর্বৃত্ত? তাঁর দাবি, রাজ্যের সম্প্রীতি নষ্ট করতেই এমনটা করা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অমরিন্দর সিং ওই ঘটনার নিন্দা করেছেন। প্রতিবাদকারীদের সতর্ক করে তিনি বলেন, ‘পাঞ্জাব হোক কিংবা দিল্লি সীমান্ত, এখনও পর্যন্ত কৃষক আন্দোলন শান্তির পথেই এগিয়েছে।  শান্তিপূর্ণ প্রতিবাদের নামে ব্যক্তিগত পর্যায়ে আঘাত করা লক্ষ্যকে নীচে নামিয়ে দেয়। প্রবল শীতে কৃষকরা সহ্য শক্তি দেখিয়েছেন। কিন্তু কৃষক নেতাদের শান্তিপূর্ণ থাকার আবেদনেও কিছু ব্যক্তি নিজেদের সংযত রাখতে পারছেন না।’ 

‘যেকোনও রাজনৈতিক পদাধিকারীর বাড়িতে জোর করে প্রবেশের মত কাজে শান্তির পরিবেশ নষ্ট হবে। এরফলে বিভিন্ন বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের লোকদের মধ্যে সম্প্রীতির পরিবেশকে নষ্ট করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে’ বলেও মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মন্তব্য করেন। পুলিশ অজ্ঞাতপরিচয় আন্দোলনকারীদের নামে একটি মামলা দায়ের করেছে।#

  

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ