পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে মন্ত্রীসহ আহত ২৬, ‘হত্যার ষড়যন্ত্র’ বললেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i87576-পশ্চিমবঙ্গে_বোমা_বিস্ফোরণে_মন্ত্রীসহ_আহত_২৬_হত্যার_ষড়যন্ত্র’_বললেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাতে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৭:০৫ Asia/Dhaka
  • এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে এক বোমা বিস্ফোরণে রাজ্যে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল (বুধবার) রাতে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মুখে আক্রান্ত হন মন্ত্রী জাকির হোসেন ও অন্যরা।

এদিন রাতেই তাঁকে রাজধানী কোলকাতার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আনা হয়। মন্ত্রী জাকির হোসেন কয়েকজন সঙ্গীকে নিয়ে প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছিলেন। এ সময়ে আচমকা তীব্র বিস্ফোরণের ফলে ওই এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ওই ঘটনায় জাকির হোসেনসহ অন্যরা গুরুতর আহত হন। শোনা যায় আর্ত চিৎকারের শব্দ। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই মন্ত্রী জাকির হোসেনকে কোলকাতায় উন্নত চিকিৎসার জন্য আনা হয়। তার সঙ্গে ভাগ্নে সুজন বিশ্বাসসহ আরও ৮ জনকে আনা হয়। পরে আরও ৫ জন আহতকে আনা হয়েছে।

এরইমধ্যে ওই ঘটনার সিআইডি তদন্ত শুরু হয়েছে। সিআইডি’র একটি দল আজ ঘটনাস্থল পরিদর্শন করে কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে।

আজ (বৃহস্পতিবার) সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত জাকির হোসেন ও অন্যদের দেখতে কোলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরে হাসপাতাল চত্বরে মমতা সাংবাদিকদের জানান, ‘এটা জাকিরকে হত্যা করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ ওই  ঘটনায় গুরুতর আহতদের এককালীন পাঁচ লাখ টাকা এবং অল্প আহতদের এককালীন এক লাখ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘গোটা ব্যাপারটা খুবই ভয়াবহ! যারা জাকিরের সঙ্গে ছিলেন তারা জানিয়েছেন, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জাকিরের সঙ্গে ওর ভাগ্নে ছিল। সেও আমাক একই কথা বলেছে। সেটা সত্যি কি না আমি জানি না। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকজন আহতের অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না! আমিও দূর থেকে দেখেছি। হাত-পা উড়ে গেছে। রাজ্য সরকার ওদের কৃত্রিম হাত-পা লাগানোর ব্যবস্থা করে দেবে। আমরা রাজ্য সরকার থেকে ওদের সমস্ত দায়িত্ব নিচ্ছি।’

মমতা এদিন ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীর সমালোচনা করেছেন। রেলের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমপি বলেছেন, ‘আজকে বাংলার আইনশৃঙ্খলা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে! রাজ্যের মন্ত্রীর উপরে হামলা হচ্ছে, মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে, খুন করার চেষ্টা হচ্ছে!’

বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা তাঁর একটা জ্বলন্ত উদাহরণ। রাজ্যের পুলিশ মন্ত্রী ও অর্থাৎ মুখ্যমন্ত্রী যে সম্পূর্ণরূপে ব্যর্থ এটাই তাঁর সবচেয়ে বড় প্রমাণ।’ ওই ঘটনার পিছনে অন্তর্কলহ দায়ী এবং এজন্য যারা দায়ী তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত বলেও রাহুল সিনহা মন্তব্য করেন।

এদিকে, বোমা বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে রঘুনাথগঞ্জের ওমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মন্ত্রী জাকির হোসেনের অনুগামীরা। এরফলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।