একদিনে ৩,৬৪৫ জনের মৃত্যুর রেকর্ড, জাতিসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত
https://parstoday.ir/bn/news/india-i90866-একদিনে_৩_৬৪৫_জনের_মৃত্যুর_রেকর্ড_জাতিসঙ্ঘের_সাহায্যের_প্রস্তাব_ফেরাল_ভারত
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২১ ১৫:৫৭ Asia/Dhaka
  • ভারতে করোনা
    ভারতে করোনা

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।

একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এরফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে পৌঁছেছে। 

আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বুধবার) সকাল ৮ টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। একইসময়ে ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।    

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮ জন। অর্থাৎ ৮২.১০ শতাংশ সুস্থ হয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থাকা সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪। অর্থাৎ ১৬.৭৯ শতাংশ সক্রিয় রোগী চিকিৎসাধীন আছেন। গতকাল ওই সংখ্যা ছিল ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯।   

এদিকে,  দেশে এ পর্যন্ত ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনের করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। গতকাল ২১ লাখ ৯৩ হাজার ২৮১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।  

দেশে ১ লাখ করোনা সংক্রমণ হতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু মাত্র ৪৫৫ দিনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জন।  

অন্যদিকে,  করোনা মোকাবিলায় জাতিসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত। মহামারী মোকাবিলায় ভারতের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেইরেসের মুখপাত্র ফারহান হক  একথা জানিয়েছেন। সংবাদসংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে ভারতে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু, ভারত আমাদের বলেছে, মহামারী মোকাবিলা করার মতো তাদের যথাযথ ব্যবস্থা রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।