ভারতে সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমল, বিভিন্ন রাজ্যে লকডাউন ও বিধিনিষেধ
https://parstoday.ir/bn/news/india-i91424-ভারতে_সংক্রমণ_ও_মৃতের_সংখ্যা_কিছুটা_কমল_বিভিন্ন_রাজ্যে_লকডাউন_ও_বিধিনিষেধ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ৪ দিন দৈনিক ৪ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হলেও আজ (সোমবার) আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। গতকাল (রোববার) ওই সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৩৮।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০২১ ১৭:১০ Asia/Dhaka
  • ভারতে সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমল, বিভিন্ন রাজ্যে লকডাউন ও বিধিনিষেধ

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ৪ দিন দৈনিক ৪ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হলেও আজ (সোমবার) আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। গতকাল (রোববার) ওই সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৩৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ৩ লাখ ৬৬ হাজার ১৬১ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ৩ হাজার ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন করোনা রোগীর মৃত্যু হলো।    

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২ জন। বর্তমানে ৩৭ লাখ ৪৫ হাজার ২৩৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে বিভিন্ন রাজ্যে লকডাউন ও বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।  দিল্লী ও উত্তর প্রদেশে লকডাউন ও করোনা কারফিউয়ের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তামিলনাড়ু, রাজস্থান ও পুদুচেরিতে সোমবার থেকে দু’সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে। কর্ণাটকে লকডাউনের মতো নিষেধাজ্ঞা ২৪ মে পর্যন্ত কার্যকর থাকবে। কেরালায় শনিবার থেকে ৯ দিনের জন্য পূর্ণ লকডাউন কার্যকর হয়েছে। মিজোরাম সরকার সোমবার থেকে ৭ দিনের জন্য পূর্ণ লকডাউন কার্যকর করেছে। সিকিমে লকডাউনের মতো বিধিনিষেধ কার্যকর থাকবে ১৬ মে পর্যন্ত। 

ভারতের মহারাষ্ট্রসহ ১০ রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, সবচেয়ে বেশি সংক্রমণের তালিকায় মহারাষ্ট্রের পাশপাশি কর্ণাটক, দিল্লী, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও হরিয়ানা রাজ্য রয়েছে। 

বর্তমানে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, গুজরাট, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, বিহার, মধ্য প্রদেশ রাজ্যে ৮২.৯৪ শতাংশ সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন।   

দিল্লীরাজধানী দিল্লীতে ১৯ এপ্রিল থেকে লকডাউন চলছে। এবার তা ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

উত্তর প্রদেশ : করোনা কারফিউয়ের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিহার :  ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত লকডাউন থাকবে।

উড়িষ্যা : ৫ মে থেকে ১৯ মে পর্যন্ত ১৪ দিনের জন্য লকডাউন কার্যকর হবে।

রাজস্থান : রাজ্য সরকার ১০ থেকে ২৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে।

ঝাড়খণ্ড :  লকডাউনের মতো নিষেধাজ্ঞা ১৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।  

এসব রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।