পশ্চিমবঙ্গে ১৪৪ মৃত্যু, সংক্রমণ রুখতে ব্যর্থ হওয়ায় মোদির সমালোচনায় ইয়েচুরি
https://parstoday.ir/bn/news/india-i91704-পশ্চিমবঙ্গে_১৪৪_মৃত্যু_সংক্রমণ_রুখতে_ব্যর্থ_হওয়ায়_মোদির_সমালোচনায়_ইয়েচুরি
ভারতের পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৪ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২১ ১৪:৪১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে ১৪৪ মৃত্যু, সংক্রমণ রুখতে ব্যর্থ হওয়ায় মোদির সমালোচনায় ইয়েচুরি

ভারতের পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৪ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল (শনিবার) থেকে সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫১১ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ১৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৭। এছাড়া ১ লাখ ৩১ হাজার ৯৪৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৪ হাজার ৩১৩ জন। মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ২২৮ জন।    

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ,  দেশে গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন করোনা সংক্রমিত এবং একইসময়ে ৪ হাজার ৭৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনে পৌঁছেছে।  

অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৪৬   লাখ ৮৪ হাজার ৭৭। বর্তমানে ৩৬ লাখ ১৮ হাজার ৪৫৮ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।   এ পর্যন্ত মোট ২ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।            

এদিকে, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি করোনা রুখতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘মোদি সরকার প্রথমে দাবি করল যে, তারা করোনায় জয়ী হয়েছে। সারা বিশ্বকে নাকি এই অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা দিতে পারে। যা শেষমেশ করোনা যুদ্ধে নিজেদেরই অবস্থান নড়বড়ে করল। এই ভাইরাসকে বংশবিস্তারের অনেক সুযোগ দিয়েছেন মোদি নিজে। ভণ্ডামি চলছে।’ করোনায় দেশবাসীর যন্ত্রণায় প্রধানমন্ত্রী ‘কুমিরের কান্না’ কাঁদছেন বলেও কটাক্ষ করেছে সিপিএম ও বামেরা।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।