পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার, দেশে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে
https://parstoday.ir/bn/news/india-i91802-পশ্চিমবঙ্গে_একদিনে_করোনা_আক্রান্ত_১৯_হাজার_দেশে_চিকিৎসকদের_মৃত্যুর_সংখ্যা_বাড়ছে
ভারতের পশ্চিমবঙ্গে একদিনে ১৯ হাজার ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৮, ২০২১ ১৪:৫১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার, দেশে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে

ভারতের পশ্চিমবঙ্গে একদিনে ১৯ হাজার ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন ১৪৭ জন করোনা রোগী। স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশ,  পশ্চিমবঙ্গে মৃতদের মধ্যে ৩৭ জন রাজধানী কোলকাতার এবং ৩৭ জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। অন্যদিকে, ভারতে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে।           

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৩টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ১৪৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৩১। এছাড়া ১ লাখ ৩১ হাজার ৫৬০ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫২ হাজার ৪৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭ হাজার ৪৪২ জন।         

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জনের নয়া সংক্রমণ এবং একইসময়ে ৪ হাজার ৩২৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনে পৌঁছেছে।      

অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫২   লাখ ২৮ হাজার ৪৬৩। বর্তমানে ৩৩ লাখ ৫৩ হাজার ৮৬৫ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।   এ পর্যন্ত মোট ২ কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৫১২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।           

এদিকে, করোনায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ২৪৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এরমধ্যে গত (রোববার)একদিনেই ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক মৃত্যুর ঘটনা। ভারতের বিহার রাজ্যে সর্বাধিক ৬৫ জন চিকিৎসক মারা গেছেন। উত্তর প্রদেশের ৩৭ জন এবং দিল্লিতে ২৭ জন চিকিৎসক করোনা যুদ্ধে পরাজিত হয়েছেন। 

অন্যদিকে, গতবছর করোনার প্রকোপে ৭৩৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছিলেন। এরফলে এ পর্যন্ত প্রায় ১ হাজার চিকিৎসকের মৃত্যু হল। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।