১৯ দিনে ৭৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু, ভার্চুয়াল বৈঠকে আবেগপ্রবণ হলেন মোদি
https://parstoday.ir/bn/news/india-i91964-১৯_দিনে_৭৫_হাজারেরও_বেশি_মানুষের_মৃত্যু_ভার্চুয়াল_বৈঠকে_আবেগপ্রবণ_হলেন_মোদি
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ অত্যন্ত প্রবল হওয়ায় চলতি মে মাসে মাত্র ১৯ দিনে ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০২১ ১৯:১০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রকোপ অত্যন্ত প্রবল হওয়ায় চলতি মে মাসে মাত্র ১৯ দিনে ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশে গত দু’মাস ধরে করোনা মহামারি তীব্র আকার ধারণ করেছে। মে মাসে নয়া সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে দৈনিক নয়া সংক্রমণের ঘটনা চার লাখ পর্যন্ত ছাড়িয়েছে। বর্তমানে  অবশ্য করোনার নয়া সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় তা আড়াই  থেকে তিন লাখের মধ্যে পৌঁছেছে।

মে মাসে, করোনার এমন সন্ত্রাস ছড়িয়ে পড়ে যে মাত্র ১৯ দিনে এই মহামারির ফলে ৭৫ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান অনুসারে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরে কর্ণাটক, রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে, গত ১৯ দিনের মধ্যে ১৫ হাজার ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটকে ৭ হাজার ৭৮৩ জন, দিল্লিতে ৬ হাজার ১৯৯ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৭৮২ জন এবং তামিলনাড়ুতে ৪ হাজার ৬৮৮ জন মারা গেছেন।  

এদিকে, আজ (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর লোকসভা কেন্দ্র বারণসীর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং করোনা যোদ্ধাদের সঙ্গে  ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আগেবপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘এই মহামারি এতবড় যে আপনাদের সকলের কঠিন পরিশ্রম ও অসীম প্রচেষ্টা সত্ত্বেও আমরা নিজেদের পরিবারের অনেক সদস্যকে বাঁচাতে পারিনি!’   

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘করোনাভাইরাস অনেক প্রিয়জনকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি প্রিয়জন হারানো পরিবারগুলোকে সমবেদনা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৪ মে মোদি তাঁর বক্তব্যে কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, ‘করোনাভাইরাসের জন্য আমরা বহু মানুষকে হারাচ্ছি। আজ নাগরিকেরা স্বজন হারনোর যে যন্ত্রণা অনুভব করছেন আমিও তার শরিক।’

প্রধানমন্ত্রী আজ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানান। 

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেগপ্রবণ হওয়ার প্রতিক্রিয়ায় প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা আজ বলেন, শাসকের কান্নার সহানুভূতি জোগাড়ের পরিবর্তে কোটি কোটি পরিবারের দুর্ভোগ এবং লাখ লাখ পরিবারের সদস্যের ক্ষতির নিরাময় করা 'রাজধর্ম' ও 'দেশসেবা'। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।