বাবরী মসজিদ ধ্বংসের দায় নরসিমা রাওয়ের: তরুণ গগৈ
https://parstoday.ir/bn/news/india-i9268-বাবরী_মসজিদ_ধ্বংসের_দায়_নরসিমা_রাওয়ের_তরুণ_গগৈ
ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা তরুণ গগৈ ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে দায়ী করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ওপর লেখা ‘টার্নঅ্যারাউন্ড: লিডিং আসাম ফ্রম দ্য ফ্রন্ট’ শীর্ষক আত্মজীবনীতে তিনি অন্যান্য বিষয়ের সঙ্গে বাবরী মসজিদ ধ্বংসের বিষয় উল্লেখ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ১৪, ২০১৬ ১২:৩২ Asia/Dhaka
  • (বামে) নরসিমা রাও (ডানে) তরুণ গগৈ
    (বামে) নরসিমা রাও (ডানে) তরুণ গগৈ

ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা তরুণ গগৈ ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে দায়ী করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ওপর লেখা ‘টার্নঅ্যারাউন্ড: লিডিং আসাম ফ্রম দ্য ফ্রন্ট’ শীর্ষক আত্মজীবনীতে তিনি অন্যান্য বিষয়ের সঙ্গে বাবরী মসজিদ ধ্বংসের বিষয় উল্লেখ করেছেন।

তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তরুণ গগৈ বাবরী মসজিদ ধ্বংসের ঘটনায় ব্যথিত হয়ে প্রধানমন্ত্রী নরসিমা রাওকে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি বলেন, ‘মসজিদ ধ্বংসের ঘটনার অনুমতি দেয়া উচিত ছিল না তার।’ যদিও প্রধানমন্ত্রী ওই চিঠির কোনো উত্তরই দেননি বলে কার্যত আক্ষেপ করেছেন তরুণ গগৈ।

তরুণ গগৈ তার আত্মজীবনিতে বাবরী মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে নরসিমা রাও সম্পর্কে বলেছেন, ‘দলের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। বাবরী মসিজদ ধ্বংসের ঘটনাকে তিনি যেভাবে মোকাবিলা করেছেন, আমার মনে হয় তা যথাযথ ছিল না। তখন সমস্ত নিয়ম নীতি ভেঙেই আমি আমার মনের কথা জানিয়ে তাকে চিঠি লিখেছিলাম। আমি বলেছিলাম এ ধরণের ঘটনা তিনি আটকাতে পারতেন। সংখ্যালঘু নেতাদের আস্থা অর্জন করা তার উচিত ছিল। এ ঘটনার পর থেকে সংখ্যালঘুরা কংগ্রেসের পাশ থেকে দূরে সরে যায়। এ জন্যই এর বিরুদ্ধে আমি এতটা সরব ছিলাম। কিন্তু তিনি আমার চিঠির কোনো উত্তর দেননি।’

তরুণ গগৈ তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী নরসিং রাওয়ের মন্ত্রীসভায় ১৯৯১ সাল থেকে খাদ্য প্রক্রিয়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। নরসিমা রাওয়ের আমলেই ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবে ধ্বংস হয়েছিল কয়েকশ’ বছরের ঐতিহাসিক বাবরী মসজিদ।

রাজনৈতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে লেখা তরুণ গগৈয়ের আত্মজীবনীটি আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।#

এমএএইচ/এআর/১৪