রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু চাই না: মোহন ভাগবত
https://parstoday.ir/bn/news/event-i145056-রাম_মন্দির_বাবরি_মসজিদের_মতো_ইস্যু_চাই_না_মোহন_ভাগবত
ভারতে রাম মন্দির- বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৮:৩৪ Asia/Dhaka
  • রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু চাই না: মোহন ভাগবত

ভারতে রাম মন্দির- বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না বলে মন্তব্য করেছেন দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

পুণেতে 'বিশ্বগুরু ভারত' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি উঠতি হিন্দু নেতাদের হুঁশিয়ারি দিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য না দেয়ার কথা বলেছেন। মোহন ভাগবত বলেন, অন্যের ধর্মকে আক্রমণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের পুরো ‘আন্দোলনে’ অনেক বড় ভূমিকা ছিল আরএসএস সংঘ পরিবারের। সেই মোহন ভাগবত এবার বলছেন, রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না। আরএসএস প্রধান বলেন, 'রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুদের দাবি ছিল মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল।

উল্লেখ্য, রাম মন্দির নির্মাণের পর ভারতের বিভিন্ন জায়গায় একাধিক মুসলমানদের মসজিদ নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে। উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ এমনকী রাজস্থানের আজমির শরিফও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা।#

পার্সটুডে/জিএআর/২০