জুলাই ২৯, ২০২১ ১৭:৩২ Asia/Dhaka
  • রাজ্য সভা
    রাজ্য সভা

ইহুদিবাদী ইসরাইল নির্মিত পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতাসহ বিভিন্ন ইস্যুতে ভারতে সংসদের অধিবেশন উত্তাল হয়েছে। আজ (বৃহস্পতিবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের হৈচৈয়ের ফলে অধিবেশনের কাজকর্ম কয়েক দফায় স্থগিত করতে হয়। অবশেষে সংসদের উভয়কক্ষের কার্যক্রম আগামীকাল (শুক্রবার) পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।  

আজ বেলা ১১ টায় লোকসভায় বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশনের  কাজকর্ম ব্যাহত হলে প্রথমে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এবং পরে দুপুর ২ টা পর্যন্ত স্থগিত করতে হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামীকাল (শুক্রবার) সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।  

অন্যদিকে, রাজ্যসভার কার্যক্রম বেলা ১১ টায় শুরু হলে বিরোধীদের হৈচৈ ও গোলযোগের জেরে প্রথমে দুপুর ১২ টা, পরে ফের বেলা ২ টা পর্যন্ত স্থগিত করতে হয়। পরবর্তীতে কাজ শুরু হলেও অবস্থার পরিবর্তন না হওয়ায় আগামীকাল (শুক্রবার) বেলা ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। 

আজ সকাল ১১ টায় রাজ্যসভার কার্যক্রম শুরু হলে চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু সদস্যদের বলেন, 'দয়া করে সংসদকে বাধাগ্রস্ত করবেন না।' তিনি তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়, কংগ্রেসের রিপুন বোরা, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব এবং বিশ্বম্ভর প্রসাদ নিষাদ, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ কুমার ঝা, বাম সদস্য এলামারম করিম এবং বিনয় বিষমসহ বিভিন্ন সদস্যের পক্ষ থেকে নিয়ম ২৬৭-এর অধীনে নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন। চেয়ারম্যান বলেন, তিনি ওই নোটিশগুলো দেখেছেন এবং সেগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করেছেন। এরপরেই বিরোধী সদস্যরা সংসদে ব্যাপক হৈচৈ ও হট্টগোল শুরু করেন। এরফলে সংসদের কাজকর্ম ব্যাহত হয়। 

অন্যদিকে, আজ প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, পেগাসাস, মুদ্রাস্ফীতি ও কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন,  সংসদের সময় নষ্ট করছে সরকার। সংসদের কার্যক্রম চলাকালীন বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না।   

রাহুল গান্ধী বলেন, সংসদ সদস্যরা জনগণের কণ্ঠস্বর হয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করেন। মোদি সরকার বিরোধীদের এই কাজ করতে দিচ্ছে না। সংসদের সময় নষ্ট করবেন না, মুদ্রাস্ফীতি, কৃষক এবং পেগাসাস ইস্যুতে কথা বলতে দিন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।#

           

 

ট্যাগ