করোনা মোকাবিলায়
বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। আজ (শনিবার) ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে সেগুলো বাংলাদেশের বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এভাবে ধাপে ধাপে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স যাওয়ার কথা আছে। আজই তার প্রথম চালান বাংলাদেশে গেছে।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই সৌজন্যতা বিশেষ প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এরপরে কিছুদিন আগে করোনা মোকাবিলায় ভারত থেকে লিকুইড অক্সিজেন পাঠানো হয়েছিল বাংলাদেশে। এবার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত।
আজ এ প্রসঙ্গে বনগাঁ পৌরসভার প্রশাসক ও সাবেক বিধায়ক গোপাল শেঠ বলেন, ‘দু’দেশের মধ্যে মৈত্রীর বন্ধন রয়েছে। অ্যাম্বুলেন্সগুলো যাতে অবিলম্বে যেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পৌরসভার পার্কিংয়ে অ্যাম্বুলেন্সগুলোর কোনও পার্কিং চার্জ নেওয়া হয়নি।’
এ প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘করোনাকালে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বিগতদিনে বাংলাদেশ আমাদের মেডিসিন ও অন্যান্য জিনিষ দিয়ে সাপোর্ট দিয়েছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি মতো ১০৯টা অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দিচ্ছে। তার প্রথম পর্যায়ে আজকে ৩০টি অ্যাম্বুলেন্স গেছে। মোট ১০৯টা অ্যাম্বুলেন্স যাবে। এরআগে একটা নমুনা হিসেবে গেছে। আজ প্রথম ৩০টা অ্যাম্বুলেন্স গেছে যা এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ জরুরি। আমরা মনে করি ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুন্দর সম্পর্ক আছে সেই সম্পর্ক আরও গভীরতর হবে। আমরা আশা করব দু’দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়বে ও শক্তিশালী হবে।’ #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।