পাঞ্জাবে সবাইকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ‘আপ’ প্রধান কেজরিওয়াল
-
কেজরিওয়াল
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির আদলে পাঞ্জাবের প্রত্যেককে বিনামূল্যে এবং ভালো চিকিৎসা সুবিধা দেওয়া হবে। পাঞ্জাব সফররত অরবিন্দ কেজরিওয়াল আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, যথাসময়ে দল তার মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে।
আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। অরবিন্দ কেজরিওয়াল আজ ‘আপ’ সংসদ সদস্য ভাগবন্ত মান-এর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দিল্লির মতো পাঞ্জাবেও মহল্লা ক্লিনিক খুলব। এই ক্লিনিকগুলোকে পিন্ড ক্লিনিক বলা হবে। রাজ্যে ১৬ হাজার পিন্ড ক্লিনিক তৈরি করা হবে, যাতে কাউকে চিকিৎসার জন্য বেশি দূরে যেতে না হয়।’
তিনি বলেন, ‘পাঞ্জাবের মানুষকে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। পাঞ্জাবে যদি আমাদের সরকার গঠিত হয়, তাহলে সেখানকার সব সরকারি হাসপাতাল শীতাতপ নিয়ন্ত্রিত হবে। নতুন সরকারি হাসপাতাল বড় পরিসরে খোলা হবে।’
অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, ‘সবার জন্য বিনামূল্যে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। সমস্ত ওষুধ, পরীক্ষা, অপারেশন বিনামূল্যে হবে। সবাইকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। ১৬ হাজার পিন্ড/মহল্লা ক্লিনিক খোলা হবে। বিশ্বমানের নয়া সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে, পুরাতন হাসপাতালগুলোকে সংস্কার করা হবে। সকল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিনামূল্যে চিকিৎসা পাবেন।’
অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে কংগ্রেস দলের চলমান অশান্তিকে টার্গেট করে বলেন, ‘আজ থেকে পাঁচ বছর আগে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে কংগ্রেস সরকার গঠন করেছিল, কিন্তু এখানে সরকারের নামের কিছু দেখা যাচ্ছে না। এখানে ক্ষমতার লড়াই চলছে এবং প্রত্যেক কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী হতে চান।’
একটি জরিপে প্রকাশ, পাঞ্জাবে আম আদমি পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়েছে। পাঞ্জাবে, ১১৭ টি বিধানসভা আসন রয়েছে। এখানে আম আদমি পার্টি ৩৫.১ শতাংশ ভোট পেয়ে ৫১ থেকে ৫৭ টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই জরিপের ফল প্রকাশ্যে আসতেই ‘আপ’ নেতারা খুবই উচ্ছ্বসিত অবস্থায় আছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩০