আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর
ভারতে হিন্দুত্ববাদী আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্যের জন্য প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।
জাভেদ আখতার সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আরএসএস-এর সমর্থনকারী মানুষদের মানসিকতাও তালেবানের মতো। যারা আরএসএসকে সমর্থন করে তাদের নিজেদের তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, যে সংগঠনটিকে আপনারা সমর্থন করছেন তার এবং তালেবানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের ভিত্তিও শক্তিশালী হচ্ছে।
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক সদস্য ও প্রখ্যাত কবি, গীতিকার জাভেদ আখতার সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’কে তালেবানের সঙ্গে তুলনা করে বলেন, ‘তালেবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যা-ই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়।’ এ সময়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেওয়া হবে না।
জাভেদ আখতারের বিরুদ্ধে আইনজীবী সন্তোষ দুবে মুলান্ড থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় নিবন্ধিত হয়েছে। আইনজীবী সন্তোষ দুবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি এরআগে জাভেদ আখতারের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলাম যাতে তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে পারেন কিন্তু তিনি কিছুই করেননি। এখন আমার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
আইনজীবী সন্তোষ দুবে এরআগে বলেছিলেন, যদি জাভেদ আখতার সাত দিনের মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমা প্রার্থনা এবং নোটিশের জবাব না দেন, তাহলে তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবেন। তিনি বলেন, জাভেদ আখতার যে ধরনের বিবৃতি দিয়েছেন তা ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।