সাইবার হামলা প্রতিহত করেছে ইরানের এয়ারলাইন্স
নভেম্বর ২১, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka
-
মহান এয়ারলাইন্সের কয়েকটি বিমান
ইরানের বেসামরিক এয়ারলাইন্স ‘মহান এয়ার’ সম্প্রতি একটি সাইবার হামলা প্রতিহত করেছে। আজ (রোববার) মহান এয়ারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মহান এয়ারের জনসংযোগ দপ্তরের মহাপরিচালক আমির হোসেইন যোল-আনওয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, এ ধরনের সাইবার হামলা নতুন কিছু নয় বরং বেশ কয়েকবার সফলতার সাথে এমন সাইবার হামলা তারা মোকাবেলা করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সাইবার হামলার কথা জানতে পেরে বিমানের নিরাপত্তা টিম বিচক্ষণতার সাথে তা নস্যাৎ করেছে এবং সময়মত সব কিছু হয়েছে।
যোল-আনোয়ারি বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ফ্লাইট সিডিউল অনুযায়ী চলবে এবং কোনো ধরনের পরিবর্তন আনা হলে তা আগেই জানিয়ে দেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/২১
ট্যাগ