নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল আমেরিকা জেসিপিওএ’র টিকেট পাবে
https://parstoday.ir/bn/news/iran-i100616-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করলেই_কেবল_আমেরিকা_জেসিপিওএ’র_টিকেট_পাবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবার ফিরতে পারবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২১ ১৯:০৯ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আবার ফিরতে পারবে।

আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতার ভাগ্য নির্ধারেণের জন্য আন্তরিক ও দৃঢ় প্রত্যয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছে।  

খাতিবজাদে বলেন, আমেরিকা যদি দৃঢ়সংকল্প নিয়ে ভিয়েনা আলোচনায় আসে তবেই কেবল পরমাণু সমঝোতা সঠিক পথে ফিরতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা পরমাণু সমঝোতায় ফেরার টিকেট পাবে, অন্যথায় ওয়াশিংটন টেবিলের বাইরে থাকবে। আজ আরও পরে ভিয়েনায় এ আলোচনা শুরুর কথা রয়েছে।  

ইরানি মুখপাত্র বিরোধীপক্ষকে সতর্ক করে বলেন, কার্যকর আলোচনায় বসুন কারণ আলোচনার জানালা চিরকাল খোলা থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।