রাষ্ট্রদূতকে তেহরানে আনতে বিলম্ব
সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে ইরান
-
হাসান ইরলুর দাফন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের অসহযোগিতার কারণে ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুকে সময়মতো সানা থেকে তেহরানে আনা যায়নি এবং এ কারণে তার করোনা চিকিৎসায় দেরি হয়েছে। তিনি আরো বলেছেন, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে তেহরান।
হাসান ইরলু গতকাল (মঙ্গলবার) তেহরানের একটি হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসা গ্রহণ করা অবস্থায় ইন্তেকাল করেন। ইয়েমেনের ওপর সৌদি আরবের কঠোর অবরোধের কারণে ইরানি রাষ্ট্রদূতকে সানা থেকে তেহরানে আনতে দেরি হয়।
হাসান ইরলুর জানাযা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতকে তেহরানে ফিরিয়ে আনার বেশ কয়েকদিন আগে থেকে ইরান তৃতীয় একটি দেশের মাধ্যমে সৌদি আরবকে বারবার এই বার্তা দিচ্ছিল যে, হাসান ইরলুকে উন্নত চিকিৎসার জন্য তেহরানে ফিরিয়ে আনা প্রয়োজন। এজন্য তেহরান থেকে বা তৃতীয় কোনো দেশ থেকে সানায় বিমান পাঠানোর অনুমতি চাইলেও রিয়াদের পক্ষ থেকে সে অনুমতি দেয়া হয়নি।

আব্দুল্লাহিয়ান বলেন, শেষ পর্যন্ত সৌদি আরবেরই কোনো কোনো কর্মকর্তার হস্তক্ষেপে শেষ মুহূর্তে সানায় বিমান পাঠানো সম্ভব হয়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়।
ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, “আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ স্থানে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাব। সেইসঙ্গে আশা করব রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান হবে এবং ইয়েমেনের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন ছয় বছরের অবরোধের অবসান ঘটবে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।