জানুয়ারি ০৩, ২০২২ ০৭:৩৭ Asia/Dhaka
  • ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, তার বাহিনীর সাবেক কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানি সামরিক বাহিনী ও কূটনীতির মধ্যে চমৎকার সমন্বয় সাধন করেছিলেন; আর তা সম্ভব হয়েছিল দেশের সর্বোচ্চ নেতার প্রতি তার আনুগত্যের কারণে।

তিনি রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক স্টাডিজ কেন্দ্রে জেনারেল সোলাইমানির শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ মন্তব্য করেন।

কায়ানি বলেন, এই শহীদ জেনারেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তিনি সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যকে নিজের যোগ্যতা বিকাশের মাধ্যম মনে করতেন। আমরাও যদি জেনারেল সোলাইমানির পদাঙ্ক অনুসরণ করতে চাই তাহলে নেতার আনুগত্যকে শিরোধার্য বলে মনে করতে হবে।

কুদস ফোর্সের কমান্ডার বলেন, শহীদ সোলাইমানি জীবনের প্রতিটি ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন এবং এ কারণে সেনাবাহিনী ও কূটনীতির মধ্যে সমন্বয় করতে তার জুড়ি ছিল না।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি ধর্মীয় বিশ্বাস বুকে ধারন করে রাজনীতির দিকে দৃষ্টি দিতেন। তিনি বৃহৎ শত্রুদের বিরুদ্ধে বিজয়কে নিয়মিত ঘটনায় পরিণত করেছিলেন বলে জেনারেল কায়ানি উল্লেখ করেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ