‘সোলাইমানি আমেরিকার কথিত অজেয় ভাবমূর্তিকে চূর্ণবিচূর্ণ করেছেন’
(last modified Tue, 04 Jan 2022 02:26:00 GMT )
জানুয়ারি ০৪, ২০২২ ০৮:২৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি
    ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি ও তার নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের কথিত অপরাজেয় ভাবমূর্তিকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। জেনারেল সাফাভি মঙ্গলবার তেহরানে কাসেম সোলাইমানি ও তার সহযোদ্ধাদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে তার দেশের সন্ত্রাসী সেনাদের হাতে জেনারেল সোলাইমানি, আবু মাহদি ও তাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ড রাজনৈতিক দিক দিয়ে ছিল বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।

কারণ, যে দেশটি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে সে আন্তর্জাতিক আইনের পাশাপাশি নিজ দেশের আইন লঙ্ঘন করে ওই হামলা চালিয়েছিল। আমেরিকা ইরানের এমন একজন সেনা কমান্ডারকে হত্যা করেছে যিনি কিনা ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে বাগদাদ সফরে গিয়েছিলেন।

জীবদ্দশায় জেনারেল সোলাইমানির সঙ্গে সর্বোচ্চ নেতা (ফাইল ছবি)

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন।

গোটা বিশ্ব আমেরিকার এই জঘন্য কাজের নিন্দা জানিয়েছে- উল্লেখ করে রহিম সাফাভি বলেন, শুধু ইরান ও ইরাকের জনগণ নয় সেইসঙ্গে বিশ্বের ১৬০ কোটি মুসলমান জেনারেল কাসেমি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ