জেনারেল সোলাইমানির ঘাতকরা কেউ নিরাপদ থাকবে না: কুদস ফোর্সের কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i102130
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ নিরাপদ থাকবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২২ ১১:৫০ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি
    ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তারা কেউ নিরাপদ থাকবে না।

কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এ কথা বলেছেন। গতকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে জেনারেল সোলাইমানির দ্বিতীয় শাহাদাতবার্ষিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল কানি এ কথা বলেন।

তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে স্মরণ করা মানে সমস্ত প্রতিরোধ আন্দোলন এবং ইসলামী বিশ্বের সমস্ত শহীদকে স্মরণ করা। ইরান কখনো শহীদ জেনারেল সোলাইমানি এবং তার সঙ্গীদেরকে ভুলে যাবে না।

শহীদ জেনারেল কাসেম সোলাইমানি

ব্রিগেডিয়ার জেনারেল কানি আরো বলেন, জেনারেল সোলাইমানির ঘাতক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে সহ সবাইকে ইরান চেনে। তারা বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষের ম্যাগনিফাইং গ্লাসের আওতায় রয়েছে এবং তারা কখনো নিরাপদ থাকবে না। জেনারেল কানি সুস্পষ্টভাবে ঘোষণা দেন যে, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ ইরান তার নিজের মতো করেই নেবে।#

পার্সটুডে/এসআইবি/৫