'সোলাইমানি হত্যাকাণ্ডের পর আমেরিকা অনেক বেশি একঘরে'
https://parstoday.ir/bn/news/iran-i102210-'সোলাইমানি_হত্যাকাণ্ডের_পর_আমেরিকা_অনেক_বেশি_একঘরে'
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষের মতো হত্যা করে আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল এবং একঘরে হয়ে পড়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জানুয়ারি ০৭, ২০২২ ১৭:৫৯ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষের মতো হত্যা করে আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল এবং একঘরে হয়ে পড়েছে।

তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় আজকের জুমার নামাজের আগের দেয়া খোতবায় তিনি এ কথা বলেন। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী গভীর শ্রদ্ধাভরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে স্মরণ করেন। একই সঙ্গে তিনি হযরত ফাতেমা (সা)'র শাহাদাতের কথাও স্মরণ করেন।

শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি

কাসেম সিদ্দিকি আরো বলেন, জেনারেল সোলাইমানির ঘাতকরা ভেবেছিল তাকে হত্যা করে প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করা যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিরোধ আন্দোলন তো দুর্বল হয় নি বরং তারা আগের চেয়ে বেশি তেজোদ্দীপ্ত হয়েছে এবং আমেরিকা এ অঞ্চল মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে।

জুমার খতিব বলেন, "আজকে আমরা ইরাক, লেবানন ও ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের শক্তি এবং কর্তৃত্ব দেখছি; পাশাপাশি আফগানিস্তান থেকে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনকভাবে বহিষ্কৃত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭