ইরানের সঙ্গে পারবে না জেনেও ইসরাইল চেঁচামেচি করে যাচ্ছে: সেনা কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i102436-ইরানের_সঙ্গে_পারবে_না_জেনেও_ইসরাইল_চেঁচামেচি_করে_যাচ্ছে_সেনা_কমান্ডার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেন দাদরাস বলেছেন, ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (বুধবার) সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১২, ২০২২ ১৯:৩৪ Asia/Dhaka
  • দাদরাস
    দাদরাস

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেন দাদরাস বলেছেন, ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরাইলের নেই। তিনি আজ (বুধবার) সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের চিৎকার-চেঁচামেচির কারণ হলো তারা জানে ইরানের সঙ্গে পেরে উঠবে না এবং কখনো যদি ইরান ক্ষেপে গিয়ে জবাব দেয় তাহলে ইসরাইলের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না।

মোহাম্মাদ হোসেন দাদরাস আরও বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির শক্তিমত্তার কারণে। জাতীয় ঐক্য ও বিজ্ঞ সর্বোচ্চ নেতার কল্যাণে এই শক্তি অর্জিত হয়েছে।

ইরানের এই কমান্ডার বলেন, কার্যক্ষেত্রে যেসব বিষয় সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করে সেগুলো হলো ধৈর্য, সহনশীলতা, দৃঢ়তা ও প্রজ্ঞা। এগুলো একজন যোদ্ধাকে নিয়ম-কানুন মেনে চলতে এবং অন্যান্য বিষয় মোকাবেলা করতে শক্তি যোগায়।

মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের নানা সংকট ও অনিরাপত্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলাসহ নানা ঘটনা ঘটলেও ইরানে পরিপূর্ণ নিরাপদে রয়েছে।#    

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।