নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ইরানের কোনো তাড়াহুড়ো নেই: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i102506-নিষেধাজ্ঞা_প্রত্যাহার_সংক্রান্ত_আলোচনায়_ইরানের_কোনো_তাড়াহুড়ো_নেই_খতিব
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় সমঝোতায় পৌঁছার প্রয়োজনীয়তা ইরানের চেয়ে শত্রুদেরই বেশি। শত্রুর সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে সাহসী ভূমিকা পালন করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি
    হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় সমঝোতায় পৌঁছার প্রয়োজনীয়তা ইরানের চেয়ে শত্রুদেরই বেশি। শত্রুর সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে সাহসী ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন।

হাজ আলী আকবারি আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনায় ইরানের কোনো তাড়াহুড়ো নেই। তবে আলোচনার নামে সময়ক্ষেপণের সুযোগ দেওয়া হবে না।

জুমার নামাজের খতিব বলেন, ইরানের পররাষ্ট্রনীতির পেছনে জনগণের সমর্থন রয়েছে। কাজেই আলোচকেরা দৃঢ়তার সঙ্গে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরণের ভয়-ভীতির পরোয়া না করে যুক্তি, প্রজ্ঞা ও আল্লাহর ওপর নির্ভরতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শত্রুদেরকে পরাস্ত করতে হবে।

গত ৩ জানুয়ারি থেকে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় অষ্টম দফার আলোচনা চলছে। বিভিন্ন পর্যায়ে এ সংক্রান্ত আলোচনা হয়েছে।#     

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।