ইরানের পশ্চিমাঞ্চলে বিকট শব্দ; ‘বজ্রপাত’ বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i102598-ইরানের_পশ্চিমাঞ্চলে_বিকট_শব্দ_বজ্রপাত’_বলল_স্বরাষ্ট্র_মন্ত্রণালয়
ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গত শনিবার (১৫ জানুয়ারি) যে বিকট শব্দ শোনা গেছে তাকে বজ্রপাত বলে জানিয়েছে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ঘটনা তদন্ত করে জানিয়েছে, ওই বিকট শব্দের উৎস ছিল প্রচণ্ড বজ্রপাত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০২২ ০৮:০৮ Asia/Dhaka
  • ইরানের পশ্চিমাঞ্চলে বিকট শব্দ; ‘বজ্রপাত’ বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গত শনিবার (১৫ জানুয়ারি) যে বিকট শব্দ শোনা গেছে তাকে বজ্রপাত বলে জানিয়েছে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ঘটনা তদন্ত করে জানিয়েছে, ওই বিকট শব্দের উৎস ছিল প্রচণ্ড বজ্রপাত।

ইরানের নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি এ তথ্য জানিয়ে বলেছেন, হামেদান প্রদেশের আসাদাবাদ জেলায় বিকট শব্দের কারণ হিসেবে যেসব ধারণাপ্রসূত কথাবার্তা বলা হচ্ছে তা সঠিক নয়।তিনি বলেন, সেখানে বিশেষ কোনো ঘটনা ঘটেনি বরং সম্ভাব্য বজ্রপাতের কারণেই ওই শব্দের উৎপত্তি হয়েছে।

নশনিবার সন্ধ্যার পর হামেদান প্রদেশের আসাদাবাদ জেলার অধিবাসীরা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন। শব্দের প্রকটতা এত বেশি ছিল যে, কোনো কোনো বাড়ির দরজা ও জানালা পর্যন্ত কেঁপে ওঠে। ফলে লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ইরানের নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি

এর পরপরই মানুষ ওই শব্দের উৎস সম্পর্কে নানারকম ধারনা ও কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে থাকে। কোনো কোনো অনলাইন চ্যানেল একথাও প্রচার করে যে, ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে।

আসাদাবাদের জেলা প্রশাসক সাঈদ কেতাবি এ সম্পর্কে গতকাল (রোববার) বলেছেন, শনিবার রাতের বিকট শব্দের উৎস সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি; তবে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে।তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে পারি যে, ওই বিকট শব্দটি কেরমানশাহ ও সানান্দাজসহ আরো কিছু শহরেও শোনা গেছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।