ইরানের রপ্তানির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী
(last modified Mon, 17 Jan 2022 02:24:43 GMT )
জানুয়ারি ১৭, ২০২২ ০৮:২৪ Asia/Dhaka
  • ইরানের রপ্তানির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: বাণিজ্যমন্ত্রী

চলতি অর্থ বছরে ইরানের রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি-আমিন। ইরানের ওপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ ওই নিষেধাজ্ঞা মেনে চলছে তখন এ খবর দিলেন বাণিজ্যমন্ত্রী।

সাইয়্যেদ রেজা ফাতেমি-আমিন রোববার তেহরানে বলেছেন, বিগত অর্থ বছরে অর্থাৎ ফার্সি ১৩৯৯ সালে ইরান ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। তিনি বলেন, কিন্তু চলতি বছরের [১৪০০ সালের] প্রথম নয় মাসে এরইমধ্যে রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বছর শেষে এই পরিমাণ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতি ইংরেজি বছরের ২০ মার্চ ফার্সি বছর শেষ হয়।

শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি-আমিন

ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির অর্থ হচ্ছে দেশে উৎপাদন ও জাতীয় আয় বেড়েছে। আগামী অর্থ বছরে অর্থনৈতিক খাতে বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে তিনি আশা প্রকাশ করেন। ফাতেমি-আমিন বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির এই সূচক ইরানের অর্থনৈতিক পরিবেশের উন্নতিরও ইঙ্গিত বহন করে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ