জাশাক: ইরানের সবচেয়ে দৃষ্টিনন্দন লবণ পর্বত
https://parstoday.ir/bn/news/iran-i103046-জাশাক_ইরানের_সবচেয়ে_দৃষ্টিনন্দন_লবণ_পর্বত
ইরানের বুশেহর প্রদেশের জাগ্রোস পর্বতমালার দক্ষিণাঞ্চলে রয়েছে ১৩০টিরও বেশি লবণের পর্বত। ইউনেস্কোর মতে, বিশ্বের আর কোথাও লবণের এমন পর্বত দেখা যায়নি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৮, ২০২২ ১৩:৩১ Asia/Dhaka
  • জাশাক: ইরানের সবচেয়ে দৃষ্টিনন্দন লবণ পর্বত

ইরানের বুশেহর প্রদেশের জাগ্রোস পর্বতমালার দক্ষিণাঞ্চলে রয়েছে ১৩০টিরও বেশি লবণের পর্বত। ইউনেস্কোর মতে, বিশ্বের আর কোথাও লবণের এমন পর্বত দেখা যায়নি।

জাশক লবণের পর্বত ইরানের সবচেয়ে সক্রিয় এবং সুন্দর লবণের পর্বতগুলোর মধ্যে একটি। সমুদ্রতল থেকে এটি ১৩৫০ মিটার উপরে।

১২ কিলোমিটার দৈর্ঘ্য ও দেড় কিলোমিটার প্রস্তের এই লবন পর্বতটি তিন হাজার ৬৫০ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত। 

এটি বুশেহর প্রদেশের বার্দখূন ও কাকি জেলার দাইয়্যের ও দাশতি এলাকার মাঝখানে অবস্থিত।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।