একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তির চেষ্টা চালাচ্ছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 29 Jan 2022 02:07:58 GMT )
জানুয়ারি ২৯, ২০২২ ০৮:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সঙ্গে এখন পর্যন্ত তার দেশের সরাসরি কোনো আলোচনা হয়নি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত চলমান আলোচনা প্রসঙ্গে তিনি শুক্রবার ইরানের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের সদস্যদের সঙ্গে শুক্রবার তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের পক্ষ থেকে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন, পাশ্চাত্যের পক্ষ থেকে দেয়া গ্যারান্টি এবং সেগুলো তেহরানের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা- এই চারটি বিষয়ে কমিশনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক আলী বাকেরি ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে আলোচনা করছেন এবং একটি ভালো, টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি করার জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

গত ২৭ ডিসেম্বর থেকে সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হয় যা এখনও চলছে

ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের এপ্রিল থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ শুরু হয়। গত ২৭ ডিসেম্বর থেকে সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হয় যা এখনও চলছে। আমেরিকার একটি প্রতিনিধিদল ভিয়েনায় উপস্থিত থাকলেও তারা সরাসরি ইরানের সঙ্গে সংলাপে অংশ না নিয়ে পরোক্ষভাবে আলোচনা করছে।

এ সম্পর্কে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান স্পষ্ট করে বলেন, এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি বরং অনানুষ্ঠানিক লিখিত বার্তার মাধ্যমে দু’পক্ষের মধ্যে যোগাযোগ হয়েছে। তিনি বলেন, এ কাজে মধ্যস্থতা করেছেন ইউরোপী ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরা।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ