রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ
জাতীয় স্বার্থ রক্ষা করে ভালো চুক্তি করতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান
-
সের্গেই ল্যাভরভ ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ নিজের জাতীয় স্বার্থ ও মানবাধিকারের অবকাঠামোর আওতায় পাশ্চাত্যের সঙ্গে একটি ভালো চুক্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি মঙ্গলবার রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
ইরানের পরমাণু ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, তার দেশ এমন একটি চুক্তি চায় যেখানে ইরানের জাতীয় স্বার্থ ও মানবাধিকার রক্ষিত হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও পাশ্চাত্যের পক্ষ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া না নেয়ার কারণে ভিয়েনা সংলাপে কাঙ্ক্ষিত গতি আসছে না। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি অতি জরুরি বিষয়। এ ব্যাপারে তেহরান মস্কোসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখবে।
টেলিফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। তিনি ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা প্রসঙ্গ বলেন, সকল পক্ষকে বিশেষ করে আমেরিকাকে এই সমঝোতায় ফিরে আসত হবে কারণ, আমেরিকাই একতরফভাবে এটি থেকে বেরিয়ে গিয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/এআর/৯