আফগানিস্তান থেকে পাওয়া পানির পরিমাণে খুশি নয় ইরান
-
কামাল খান বাধ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান-সরকার হেলমান্দ নদী থেকে ইরানকে যে পরিমাণে পানি দিয়েছে তাতে তেহরান খুশি নয়।
ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সীমান্ত নদী ও যৌথ পানি সম্পদ বিষয়ক বিভাগের প্রধান জাব্বার ওয়াতান ফাদা গতকাল রোববার বলেছেন, হেলমান্দ নদীর কামাল খান বাঁধ খুলে দেয়ার পর আফগানিস্তান থেকে যে পরিমাণে পানি দেয়া হয়েছে তা ইরানের ভূখণ্ডে ঠিকমতো পৌঁছায় নি।
তিনি বলেন, আফগান তালেবান কর্মকর্তারা বলেছেন যে এরাই ভেতরে পানি নিতে হলে ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে।

তিনি বলেন আফগান কর্তৃপক্ষ ইরানের বিদ্যুৎ মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে শিগগিরই তারা সমস্যার সমাধান করবেন।
প্রায় পাঁচ দশক আগে ইরান এবং আফগানিস্তানের মধ্যে হেলমান্দ নদীর পানি বন্টন নয়ে চুক্তি হয়। ২০০১ সালে মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান দখল করার পর থেকে ইরানকে কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী পানি দেয়া বন্ধ রাখে।
পার্সটুডে/এসআইবি/১৪