ভিয়েনায় আলোচনা চলছে, পাশ্চাত্যের ওপর সমঝোতা নির্ভর করছে: ইরান
-
খাতিবজাদে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনা আলোচনায় অচলাবস্থা দেখা দেয়নি এবং তেহরান এখন পাশ্চাত্যের জবাবের অপেক্ষায় রয়েছে। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খাতিবজাদে আরও বলেছেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং এখন আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের সদিচ্ছা কতটুকু সেটার ওপরই সমঝোতা পৌঁছার বিষয়টি নির্ভর করছে।
ফার্সি নববর্ষ বা ২১ মার্চের আগে সমঝোতায় পৌঁছা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরান যে প্রস্তাব দিয়েছে তা যদি ইউরোপ ও আমেরিকা মেনে নেয় তাহলে স্বল্প সময়ের মধ্যেই সমঝোতায় পৌঁছা সম্ভব।
ইরানের এই কূটনীতিক বলেন, ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক ইচ্ছার ওপর সমঝোতায় পৌঁছার সময়টা নির্ভর করছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ৪+১ গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা চলছে।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।