ইরানকে মোকাবেলার শক্তি শত্রুদের নেই: আইআরজিসি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i103846-ইরানকে_মোকাবেলার_শক্তি_শত্রুদের_নেই_আইআরজিসি_কমান্ডার
ইরানকে মোকাবেলার শক্তি শত্রুদের নেই। এ কথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানকে মোকাবেলার শক্তি শত্রুদের নেই। এ কথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি আজ (সোমবার) ইরানের দক্ষিণাঞ্চলে আইআরজিসি'র নৌ ইউনিট পরিদর্শনের সময় আরও বলেন, ইসলামী বিপ্লবের আগে ইরানের রাজতান্ত্রিক সরকার আমেরিকার মোকাবেলায় নতজানু নীতি অনুসরণ করেছে। কিন্তু বিপ্লবের পর সব পাল্টে গেছে। শত্রুদেরকে ইরান থেকে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, বিপ্লবের মধ্যদিয়ে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ইরানি জাতি মুক্তি ও স্বাধীনতা পেয়েছে। ইসলামী মূল্যবোধের আলোকে পথ চলার সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছে।

ইরানের এই কমান্ডার আরও বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর শত্রুদের ষড়যন্ত্র বেড়ে যায়। তারা যুদ্ধ ও নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়।

শত্রুরা ইরানের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতে এখনও সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে জানান মেজর জেনারেল সালামি।#   

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।