ভিয়েনা সংলাপ স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 24 Feb 2022 02:34:06 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৮:৩৪ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তবে আমেরিকা এখন পর্যন্ত নিজের সদিচ্ছা প্রদর্শনের কোনো পদক্ষেপ নেয়নি বলেও তিনি অভিযোগ করেছেন।

ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আলবুসাঈদির সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপ প্রসঙ্গে বলেন, ওই আলোচনায় অল্প কিছু বিষয়ে মতপার্থক্য অবশিষ্ট থাকলেও সেগুলোর গুরুত্ব অনেক বেশি। তিনি বলেন, ভিয়েনা সংলাপে ইরান কোনো অবস্থায় নিজের রেড লাইন অতিক্রম করবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ভিয়েনা আলোচনা থেকে অচিরেই ফল বেরিয়ে আসবে বলে আশা করছে তবে সেজন্য পশ্চিমা পক্ষগুলোকে বাস্তবদর্শী পদক্ষেপ নিতে হবে।

প্রেসিডেন্ট রায়িসির কাছে ওমানের সুলতানের লিখিত বার্তা হস্তান্তর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী (বুধবারের ছবি)

তিনি ওমানের সঙ্গে ইরানের সম্পর্ককে ক্রমবর্ধমান আখ্যায়িত করে বলেন, দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সহযোগিতা আরো শক্তিশালী করার চেষ্টা চলছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির জন্য তার দেশের সুলতান হিসাম বিন তারিক আলে সাঈদের একটি লিখিত বার্তা নিয়ে বুধবার ইরান সফরে এসেছেন। তিনি যৌথ সংবাদ সম্মেলনে সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আশা প্রকাশ করেন। ইউক্রেন সংকট প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ন্যাটো জোটের হস্তক্ষেপের কারণে ইউক্রেন পরিস্থিতি জটিলতর হয়েছে। তাদের এ হস্তক্ষেপ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না।#

ট্যাগ