ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 26 Feb 2022 01:25:43 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৭:২৫ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপে রেড লাইন অতিক্রম করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ভিয়েনা সংলাপে তার দেশ নিজের রেড লাইনগুলো অতিক্রম করবে না।তিনি গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ নীতি-অবস্থান ঘোষণা করেন।

বিগত মাসগুলোতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। আমির -আব্দুল্লাহিয়ান বলেন, মোটা দাগের মৌলিক নীতি থেকে ইরান কখনও সরে দাঁড়াবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলমান ইউক্রেন সংকট প্রসঙ্গেও কথা বলেন। রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহিয়ান।তিনি ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, রাশিয়া ভিয়েনায় শুরু থেকেই ইরানের পক্ষ নিয়েছে এবং ইরানপন্থি দেশগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, ইরানের প্রতি রাশিয়ার এ সহযোগিতা অব্যাহত থাকবে।তিনি ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করে বলেন, পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কারণে ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে। তিনি ইরানি নাগরিকসহ ইউক্রেনে বসবাসরত সকল বিদেশি নাগরিকের নিরপত্তা রক্ষা করার সর্বেচ্চ চেষ্ট করা হবে বলে প্রতিশ্রুতি দেন।# 

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ