৩৮তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
(last modified Wed, 02 Mar 2022 13:32:16 GMT )
মার্চ ০২, ২০২২ ১৯:৩২ Asia/Dhaka
  • পবিত্র কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
    পবিত্র কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়াকফ ও জনকল্যাণ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়্যেদ মেহেদী খামুশি এর উপস্থিতিতে ইমাম পরিষদের চেয়ারম্যান জনাব হুজ্জাতুল ইসলাম আলী আকবরী আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। পবিত্র কোরআন মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। প্রিয়নবী (সা.) ছিলেন এ পবিত্র গ্রন্থের প্রথম তিলাওয়াতকারী ও মহান শিক্ষক। এ পবিত্র কোরআনের তিলাওয়াত মানুষের আত্মশুদ্ধি ঘটায় এবং তাদেরকে মানুষ হিসেবে উচ্চতর মর্যাদায় আসীন করেন। তাই বিশ্বের তরুণ ও যুব সমাজকে বেশি বেশি পবিত্র কোরআন তিলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে।#

পার্সটুডে/আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ