ভিয়েনায় ভালো কিছু না হলে অদূর ভবিষ্যতেই পস্তাবে আমেরিকা: ইরানের হুঁশিয়াারি
-
শামখানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ভিয়েনায় একটি ভালো সমঝোতায় পৌঁছার কূটনৈতিক সুযোগ হাতছাড়া করলে অদূর ভবিষ্যতেই আমেরিকাকে অনুশোচনা করতে হবে।
তিনি আজ (বৃহস্পতিবার) এক টুইটে এ মন্তব্য করেছেন।
শামখানি আরও বলেছেন, ইরানের প্রতিরোধের কৌশল ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে ব্যর্থ করে দিয়েছে। আমেরিকার বর্তমান সরকার তা নিজেই স্বীকার করেছে। ভিয়েনায় ভালো কিছু না হলে আমেরিকা অদূর ভবিষ্যতে আবারও তাদের ব্যর্থতার বিষয়টি বুঝতে পারবে।
গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত আলোচনা চলছে। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলেও সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে।
এছাড়া ইরান বলেছে, আমেরিকা আন্তরিক হলে খুব স্বল্প সময়ের মধ্যেই একটি ভালো সমঝোতায় পৌঁছা সম্ভব। এখন পাশ্চাত্যের দেশগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।