মার্চ ১৬, ২০২২ ০৭:৩১ Asia/Dhaka
  • কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে আইআরজিসি’র কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ অবস্থানে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উসকে দিয়েছে। রাশিয়া কোনো কারণে হামলা করলে ইউক্রেনকে রক্ষা করা হবে বলেও ওয়াশিংটন কিয়েভকে প্রতিশ্রুতি দিয়েছিল। জেনারেল কায়ানি বলেন, কিন্তু যখন সত্যিকার হামলা শুরু হলো তখন ইউক্রেনের পাশে আমেরিকা বা ন্যাটো কিংবা ইউরোপের কেউ নেই।

জেনারেল সোলাইমানিকে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা

কুদস ফোর্সের কমান্ডার এই বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, এই মহান বীর সেনানী ও তার সহযোগীদের রক্তের বিনিময়ে কুদস ফোর্স আজ শক্তিমত্তার নতুন উচ্চতায় নিজের স্থান করে নিয়েছে।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষকে ভয় পেতে শুরু করেছে আমেরিকা; যে কারণে মার্কিন সরকার বলছে, ইরাকে যুদ্ধ করার জন্য তার কোনো সেনা নেই বরং প্রশিক্ষণ দেয়ার কাজে মাত্র আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

জেনারেল কায়ানি ইরাকের আরবিলে ইসরাইলি গুপ্তচরদের ঘাঁটিতে তার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, এক সময় এই অবৈধ সরকার নীল থেকে ফোরাত নদী পর্যন্ত দখল করার হুমকি দিত। অথচ এখন তারা এতটা লাঞ্ছিত হয়েছে যে, রাতের বেলা তারা ঘুমাতে যাওয়ার সময় এই আশঙ্কায় থাকে যে, না জানি ভোর হয়ে দেখবে যে তাদের দখলীকৃত ভূখণ্ডের একাংশ হাতছাড়া হয়ে গেছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ