পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম নেতাদের শুভেচ্ছা জানালেন রায়িসি
(last modified Sat, 02 Apr 2022 23:53:13 GMT )
এপ্রিল ০৩, ২০২২ ০৫:৫৩ Asia/Dhaka
  • পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম নেতাদের শুভেচ্ছা জানালেন রায়িসি

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। শনিবার মুসলিম নেতাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

প্রেসিডেন্ট রায়িসির শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, রহমত, বরকত ও মাগফেরাতের সুযোগ দিতে আবার আমাদের মাঝে পবিত্র কুরআন নাজিলের মাস সমাগত হয়েছে। আল্লাহর মুমিন বান্দারা এ মাসে গোনাহমুক্ত জীবন যাপনের শিক্ষা গ্রহণ ও আত্মা পরিশুদ্ধ করার সুযোগ পাবেন। এই মাসে রয়েছে পবিত্র লাইলাতুল কদর; যে রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

ইরানে শনিবার রমজান মাসের চাঁদ দেখা যায়

এই পবিত্র মাসে মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বকে তাদের অভিন্ন শত্রুর বিরুদ্ধে ঐক্য শক্তিশালী করতে হবে এবং ফিলিস্তিনসহ সব মুসলিম ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাতার, সৌদি আরব, ফিলিস্তিন, বাহরাইন, কুয়েত, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, তুরস্ক ও আজারবাইজান’সহ আরো কিছু দেশে শনিবার রমজান মাস শুরু হয়েছে।

এছাড়া, জর্দান, ওমান, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ’সহ বিশ্বের আরো বহু দেশে আজ (রোববার) থেকে শুরু হয়েছে রমজান মাসের সিয়াম সাধনা।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।