ভিয়েনা সংলাপ প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী
https://parstoday.ir/bn/news/iran-i106124
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০৪, ২০২২ ১৪:৪৩ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে।

একইসঙ্গে তিনি বলেছেন, একটি ভালো এবং টেকসই চুক্তির জন্য তার দেশ প্রস্তুত রয়েছে।

গতকাল (রোববার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল- বুসাঈদির সঙ্গে টেলিফোন আলাপে আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। এ সময় তিনি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা এবং সমালোচনা করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভালো চুক্তিতে সই করার জন্য তেহরান প্রস্তুত তবে আমেরিকার পক্ষ থেকে বাড়তি দাবি জানানোর কারণে ভিয়েনা সংলাপ এত দীর্ঘায়িত হয়েছে।

গতকালের টেলিফোন আলাপে ইরানি মন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়েমেন ইস্যু নিয়েও কথা বলেন। এসময় আমির আব্দুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, ইয়েমেনের ওপর থেকে সৌদি আরব এবং তার মিত্রদের অবরোধ প্রত্যাহার করে নিতেই হবে। পাশাপাশি দুই মন্ত্রী ইরানের এবং ওমামানের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা নিয়েও কথা বলেন।#

পার্সটুডে/এসআইবি/৪