সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
আমেরিকাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে: তেহরান
-
নিকোলা সালাকোভিচ- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ভিয়েনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর; কিন্তু আমেরিকা অত্যধিক দাবি-দাওয়া তুলে আলোচনার পথকে অমসৃণ ও বিলম্বিত করছে। তিনি ভিয়েনা সংলাপের ব্যাপারে আমেরিককে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সালাকোভিচের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, চীন, রাশিয়া এবং তিন ইউরোপীয় দেশ ভিয়েনা সংলাপের ব্যাপারে গঠনমূলক ভূমিকা নিয়েছে।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এবং ইইউ’র প্রধান আলোচক এনরিক মোরার ভূমিকাকেও তিনি ইতিবাচক বলে বর্ণনা করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক উপায়ে সংকট নিরসনের আহ্বান জানান। টেলিফোনালাপে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানিয়ে সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হবে।#
র্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।