পরমাণু শিল্প ইরানি জনগণের সাংবিধানিক ও বৈধ অধিকার: সিদ্দিকী
https://parstoday.ir/bn/news/iran-i106340-পরমাণু_শিল্প_ইরানি_জনগণের_সাংবিধানিক_ও_বৈধ_অধিকার_সিদ্দিকী
তেহরানের জুমার নামাজের ইমাম বলেছেন: পরমাণু শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার।  হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ জুমার খুতবায় পরমাণু শিল্প ও প্রযুক্তি বিষয়ক জাতীয় দিবসের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২২ ১৭:৫৭ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী

তেহরানের জুমার নামাজের ইমাম বলেছেন: পরমাণু শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার।  হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ জুমার খুতবায় পরমাণু শিল্প ও প্রযুক্তি বিষয়ক জাতীয় দিবসের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

তিনি বলেন: পরমাণু শক্তি এখন দৈনন্দিন বিশ্বের অন্যতম প্রয়োজনীয় বিষয়। চিকিৎসা, ঔষধ, বিশুদ্ধ মিষ্টি পানি পরিশোধনসহ বিভিন্ন ক্ষেত্রে এই পরমাণু প্রযুক্তির কোনো বিকল্প নেই।

বিশিষ্ট এই আলেম বলেন: ইরানি জনগণের এই প্রযুক্তির প্রয়োজন রয়েছে এবং এই শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার।

তেহরানের অস্থায়ী এই ইমাম বলেন: পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করতে হবে। কেননা অন্যান্য পক্ষের প্রতি আস্থার অভাব প্রমাণিত। তাই প্রয়োজনীয় গ্যারান্টি এবং বাস্তব যাচাই বাছাইয়ের ওপর জোর দেয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জনাব সিদ্দিকী বলেন: সরকার নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করা কিংবা নিষেধাজ্ঞাকে বিকল করে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সবশেষে তিনি মাশহাদে দুই বিশিষ্ট আলেমের শাহাদাতকে সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।