এপ্রিল ১৭, ২০২২ ০৬:৪১ Asia/Dhaka
  • ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র সেন্ট্রিফিউজ (ফাইল ছবি)
    ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র সেন্ট্রিফিউজ (ফাইল ছবি)

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজ শহরের পারমাণবিক স্থাপনা থেকে এটির সেন্ট্রিফিউজ মেশিনগুলো একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ‘তেসা কারাজ কমপ্লেক্স’ নামের সেন্ট্রিফিউজ যন্ত্রাংশ নির্মাণের এই স্থাপনায় এক বছর আগে চালানো এক নাশকতামূলক তৎপরতায় এটিতে স্থাপিত ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “উচ্চমাত্রার গুরুত্বের কথা বিবেচনা করে কারাজের সেন্ট্রিফিউজ মেশিনগুলো একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং সেখানে এগুলো ভালোভাবে কাজ করছে।”

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

তিনি আরো বলেন, ইরান আরো উন্নত সেন্ট্রিফিউজ মেশিন নির্মাণ এবং সেগুলোর নিরাপত্তা বাড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে। বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সেন্ট্রিফিউজ মেশিন প্রয়োজন হয়।

কামালবান্দি বলেন, তেসা কারাজ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার পর আমরা আমাদের স্থাপনাগুলার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছি। সেইসঙ্গে কারাজ থেকে বেশিরভাগ মেশিন একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি বাকি মেশিনগুলো নাতাঞ্জ ও ইস্পাহানে স্থানান্তর করা হয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বলেন, যতদিন ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে কোনো চুক্তি না হচ্ছে ততদিন পরমাণু স্থাপনাগুলোর সব তথ্য ইরানের কাছে থাকবে। চুক্তি হলেই কেবল এসব তথ্য আইএইএ’র কাছে হস্তান্ত করা হবে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ