“আপনি মুসলিম বিশ্বের রোল মডেল”
https://parstoday.ir/bn/news/iran-i106836-আপনি_মুসলিম_বিশ্বের_রোল_মডেল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের জোরালো সমর্থন রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৮, ২০২২ ১৯:৫০ Asia/Dhaka
  • হামাস প্রধান ইসমাইল হানিয়া
    হামাস প্রধান ইসমাইল হানিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের জোরালো সমর্থন রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

রোববার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনালাপে তিনি একথা বলেন। ড. বেলায়েতি বলেন, “আমরা আপনাদের সাম্প্রতিক মহান সফলতাগুলো দেখেছি। আপনারা যা করেছেন তা ইহুদিবাদী ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য নিতান্তই সম্মান। আপনি মুসলিম বিশ্বের জন্য রোল মডেল।”

ফোনালাপে ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য ইরান হচ্ছে সমর্থনের ভিত্তি। আমাদের জনগণ এবং প্রতিরোধ আন্দোলনগুলো ভালো একটি আকৃতিতে এসেছে এবং পবিত্র আল-আকসা মসজিদকে আমরা রক্ষা করেই যাব।”

আল-আকসা মসজিদে শান্তিপ্রিয় মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনা ও পুলিশের বর্বর হামলার পর এই টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।    

পবত্রি রমজান মাস শুরুর প্রথম থেকেই অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকায় ইসরাইলি সেনারা হামলা, হত্যা ও নির্যাতন জোরদার করেছে। এ বিপরীতে ফিলিস্তিনিরাও বেশ কিছু পাল্টা হামলা চালিয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।