পবিত্র কুরআন অবমাননা
সুইডেন মুসলমানদের জন্য কারাগারে পরিণত হয়েছে: ইরান
-
ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি
সুইডেনকে মুসলমানদের জন্য কারাগার হিসেবে অভিহিত করেছেন ইরানের মানবাধিকার সংস্থার সচিব ও বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি। সুইডেনে ড্যানিশ উগ্রপন্থি একটি গোষ্ঠীর হাতে মহান আল্লাহর কালামে পাকের অবমাননার পর তিনি এ মন্তব্য করেন।
সুইডেনে ডেনমার্কের উগ্র চরমপন্থী স্টার্ম কুর্স পার্টির নেতা রাসমুস পালুদান পুলিশের সহযোগিতায় সম্প্রতি পবিত্র কুরআন শরীফ আগুনে পুড়িয়েছে। সুইডেনের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় পালুদান এই জঘন্য অপকর্ম করেছে।
পালুদান পুলিশকে সঙ্গে নিয়ে মুসলিম অধ্যুষিত লিঙ্কোপিং এলাকার একটি খোলা ময়দানে যায় এবং নির্বিঘ্নে কুরআন শরীফের একটি খণ্ডে আগুন লাগিয়ে দেয়।
সুইডেনের মুসলমানরা তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান এবং সারাবিশ্বের মুসলমানরা এই জঘন্য কাজের নিন্দা জানান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তেহরানে নিযুক্ত সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
এ সম্পর্কে গরিবাবাদি সোমবার এক টুইটার বার্তায় বলেন, “কোনো পরিস্থিতিতেই বিশ্বের কোনো স্থানেই ধর্মের অবমাননা মেনে নেয়া যায় না।” ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান ও মানবাধিকার সংস্থার সচিব গরিবাবাদি তার টুইটার বার্তায় আরো লিখেছেন, “ইউরোপ জুড়ে ধর্মের প্রতি অসহিষ্ণু আচরণ বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় সুইডেন মুসলমানদের জন্য একটি জেলখানায় পরিণত হয়েছে। দেখেশুনে মনে হয় তারা মধ্যযুগীয় চিন্তাচেতনায় ফিরে যেতে চায়।”#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।